
এর আগে, ২৯ মে নায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে ৩ নায়িকাসহ তার ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর থেকেই বিবাদে জড়িয়েছেন শরীফুল রাজের স্ত্রী নায়িকা পরীমণি ও সুনেরাহ। একে অন্যের দিকে আঙুল তুলেছেন এ ঘটনার জন্য।
আরও পড়ুন: হঠাৎই কেন নিজের আইডি লক করলেন সুনেরাহ?
২৯ মে দিবাগত রাতে এই ভিডিও প্রকাশের পরই পরীমণিকে ইঙ্গিত করে ফেসবুকে এক স্ট্যাটাস দেন সুনেরাহ। এর পর বুধবার (৩১ মে) সকালে হঠাৎই সুনেরাহ বিনতে কামালের ফেসবুক আইডিতে গেলে দেখা যায়, সেটি লক করে রাখা হয়েছে।
আর এর কিছুদিন পরই এ অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন। তবে তার ফেসবুক পেজটি এখনো চালু আছে।
এদিকে ভিডিও ফাঁস নিয়ে সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন সুনেরাহ বিনতে কামাল।
তিনি বলেন, ‘এই বিষয়ে আমি আর জড়াতেও চাই না, আর কথাও বলতে চাই না। আমার জায়গা যতটা ক্লিয়ার করা দরকার ছিল, আমি করেছি। আমার কারো প্রতি কোনো ক্ষোভ বা কিছুই নেই। আমি এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি এটা আমি ডিজার্ভ করি না।’
ভিডিওতে প্রকাশিত ভাষা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এ অভিনেত্রী। তার ভাষ্যমতে, যারা বোঝেন তারা তাকে দোষ দিয়ে কথা বলবে না।
তিনি আরও বলেন, ‘আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে সরি।’
‘ন ডরাই’ সিনেমার মধ্য নিয়ে ঢালিউডে যাত্রা শুরু করে সুবেরাহ বিনতে কামাল। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়ে যাচ্ছে সুনেরাহ অভিনীত দ্বিতীয় সিনেমা ‘অন্তর্জাল’।