জৈন্তাপুরে স্কুলের মসজিদের পবিত্রতা নষ্ট করে ভিতরে চলছে থাকা-খাওয়া সব ।
মসজিদের বহুবিদ ব্যবহারের মাধ্যমে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের নামাজ পড়ার একমাত্র মসজিদটির পবিত্রতা নষ্ট করা হচ্ছে৷ মসজিদে থাকছেন খাচ্ছেন নারীরা৷ খানার পাশে পড়ে রয়েছে জায়নামাজ। কি করে স্কুল কর্তৃপক্ষ এভাবে পবিত্র স্থানটি কায়িক শ্রমিকদের ব্যবহারের সুযোগ করে দিল ৷