প্রচ্ছদ জাতীয় চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

চট্টগ্রাম নগরীর নিউমার্কেটের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নিউমার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাস এসে থামে। যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পর কে বা কারা তাতে আগুন দেয়। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ করে।

বাসটির চালক আবদুর রহিম জানান, বাসটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রী নিয়ে নিউমার্কেট মোড়ে পৌঁছালে যাত্রী নামার সময় একজন বাইরে থেকে পেট্রলবোমার মতো কিছু একটা ছুড়ে মেরে পালিয়ে যায়। তখন যাত্রীরা দ্রুত নেমে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময় তারা খবর পায়। আগুন নিয়ন্ত্রণে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, সন্ধ্যায় নগরীর নিউমার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। কে বা কারা আগুন দিয়েছে তদন্ত করে বের করা হবে। এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।