
সারাদেশ: কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের অজুখানা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের মসজিদের অজুখানা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রাতে কে বা কারা শিশুটিকে মসজিদের অজুখানায় রেখে চলে যায়। একপর্যায়ে কান্নার আওয়াজ শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে শিশুটি পড়ে থাকতে দেখেন। পরে হোসেনপুর থানায় খবর দিলে পুলিশসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, ছেলে শিশুটিকে রাত প্রায় ১টার দিকে আমাদের হাসপাতালে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নিয়ে আসা হয়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সেই সঙ্গে নিবির পরিচর্যার জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা শিশুটির সার্বক্ষণিক পরিচর্যার জন্য নার্সদের দায়িত্ব দেয়া হয়েছে।










































