প্রচ্ছদ অপরাধ ও বিচার আলামত দেখতে ধর্ষিতাকে কাপড় খুলতে বললেন ম্যাজিস্ট্রেট

আলামত দেখতে ধর্ষিতাকে কাপড় খুলতে বললেন ম্যাজিস্ট্রেট

অপরাধ: ভারতের রাজস্থানে ধর্ষণের আলামত দেখতে চেয়ে এক ধর্ষিতাকে গায়ের কাপড় খুলতে বলেছিলেন ম্যাজিস্ট্রেট। দলিত সম্প্রদায়ের ওই নারী এরপর এ নিয়ে অভিযোগ জানান। এরপর ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। রাজস্থানের কারাওলি বিভাগের হিন্দুয়ান কোর্ট ম্যাজিস্ট্রেট ধর্ষিতা তরুণীকে এমন কথা বলেন।

পুলিশের ডেপুটি এসপি (এসটি-এসসি) সেল মিনা মীনা বলেছেন, গত ৩০ মার্চ ওই তরুণী হিন্দুয়ান কোর্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ করেন। এতে তিনি জানান, ধর্ষণের ক্ষত (আলামত) দেখার জন্য তাকে শরীরর কাপড় খুলতে বলা হয়। তবে তিনি এতে অস্বীকৃতি জানান এবং ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আপত্তিজনক আবেদনের অভিযোগে অভিযোগ দায়ের করেন।