প্রচ্ছদ জাতীয় ৯ মার্চ যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

৯ মার্চ যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

দুই সিটি করপোরেশন, ৬ পৌরসভা এবং ৩২ ইউনিয়ন পরিষদে সাধারণ বা উপনির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ মার্চ শনিবার সংশ্লিষ্ট এলাকার আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ রাখার নিদের্শনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, আগামী ৯ মার্চ শনিবার ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদ শূন্য থাকায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময়ে পটুয়াখালী, বকশিগঞ্জ (জামালপুর) ও আমতলি (বরগুনা) পৌরসভায় সাধারণ ও ত্রিশাল (ময়মনসিংহ), মুন্সীগঞ্জ ও শিবগঞ্জ (বগুড়া) পৌরসভায় উপনির্বাচনও হবে।

এ ছাড়া ১৩ ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৯ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে ৯ মার্চ সংশ্লিষ্ট এলাকার আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসা কেন্দ্র, বুথ ও শাখা বন্ধ থাকবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।