প্রচ্ছদ রাজনীতি ৬০ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী যারা

৬০ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। দলটির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, চলতি মাসের মধ্যেই অন্তত ২৫০টি আসনে সবুজ সংকেত (গ্রিন সিগন্যাল) দেওয়া হবে।

সূত্রগুলো বলছে, এই তালিকার মধ্যে প্রায় ৬০টি আসনকে ‘সম্পূর্ণ নির্ভরযোগ্য ও নিশ্চিত’ হিসেবে বিবেচনা করছে বিএনপি। কারণ এসব আসনে শীর্ষস্থানীয় ও জনপ্রিয় নেতারা ইতোমধ্যেই কার্যত একক প্রার্থী হিসেবে চিহ্নিত হয়েছেন।

দলের হাই কমান্ডের নির্দেশে কয়েকজন প্রার্থী ইতোমধ্যেই নিজ নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। পাশাপাশি, গুলশান কার্যালয়ে বিভাগভিত্তিক ধারাবাহিক বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের ডেকে ভোটারদের মন জয়, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বৈঠকে জানানো হয়েছে, যারা এবার মনোনয়ন পাবেন না, তাদের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করা হবে। তবে কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রায় নিশ্চিত ৬০টি আসনের মধ্যে রয়েছেন—

কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন,

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর,

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস,

ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়,

নরসিংদী-২ আসনে ড. আব্দুল মঈন খান,

সিরাজগঞ্জ-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু (টুকু),

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমেদ,

ভোলা-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ,

নোয়াখালী-৩ আসনে আমিরুল ইসলাম বুলু,

লক্ষ্মীপুর-৩ আসনে এন জামাল,

জামালপুর-১ আসনে আলহাজ মিল্লাত,

যশোর-৩ আসনে অমিত কুমার,

গাজীপুর-৫ আসনে আবদুল মিলন,

ঢাকা-১৬ আসনে আমিনুল হক,

পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জামান,

এবং ঝিনাইদহ-৪ আসনে ফিরোজ আহমেদ প্রমুখ।

দলীয় সূত্র জানায়, এসব আসনে কোনো বিকল্প প্রার্থী বিবেচনায় নেই। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ ও ঢাকা বিভাগের কিছু আসনেও ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে।

দলের শীর্ষ নেতারা মনে করছেন, জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক শক্তির দিক থেকে এগিয়ে থাকা এই ৬০টি আসনই বিএনপির নির্বাচনী লড়াইয়ে প্রাথমিক শক্ত ঘাঁটি হিসেবে কাজ করবে। এছাড়া প্রার্থী বাছাইয়ে এবার তরুণ, নারীবান্ধব ও ক্লিন ইমেজধারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

সূত্র: জনকণ্ঠ