হেড লাইন: যশোরের ঝিকরগাছায় বোমা মেরে ও নৃশংসভাবে কুপিয়ে যুবদল কর্মী পিয়াল হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামি শামীম ও মেহেদীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সেমাবার (১১ নভেম্বর) রাতে খুলনা ও ঝিনাইদহ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে র্যাব-৬ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক ফ্লা: লে: মো: রাসেল জানান, ভিকটিমের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। এরই জেরে হত্যাকাণ্ডটি সংঘঠিত হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।
এছাড়াও সোমবার খুনের ঘটনায় বেনাপোল থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে ঝিকরগাছা থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার মোবারকপুর গ্রামের মনিরুল ইসলাম মনির (৩৭) ও একই এলাকার তুষার হোসেন (৩১)। এর আগে গত শনিবার রাতে নিহত পিয়ালের বাবা কিতাব আলী বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ঝিকরগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজাসহ ১০ জনের নাম পরিচয় উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ের ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ঝিকরগাছা বাজারে আধিপত্যের বিস্তার নিয়ে পৌর ছাত্রদলের সভাপতি শামীম রেজার সঙ্গে যুবদলের কর্মী পিয়াল হাসানের বিরোধ হয়। সেই বিরোধের জেরে পিয়ালের নেতৃত্বে কয়েকজন শামীমের বাবা কামরুল ইসলামকে চাকু মেরে জখম করেন। ওই ঘটনায় একটি মামলা হয়। ওই মামলায় পিয়ালসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। দেড় মাস কারাভোগ করে গত ৮ নভেম্বর জামিনে মুক্ত হন তারা। পরদিন ৯ নভেম্বর পিয়াল রেল স্টেশন এলাকায় শামীমের কাছে গিয়ে ওই ঘটনার জন্য মাফ চান। এ সময় শামীম তার সহযোগীদের মুঠোফোনে ডেকে পিয়ালকে ধাওয়া দিয়ে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করে। এদিকে, হত্যাকাণ্ডে প্রাথমিকভাবে উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজার সম্পৃক্ততার অভিযোগে তাকে বহিস্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
সূত্র : Channel24online
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |