
বিশ্বজুড়ে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র রমজান মাসের অপেক্ষায় থাকেন। ২০২৬ সালে এই মাহে রমজান কবে থেকে শুরু হতে পারে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা।
জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি। আরব বিশ্বের অধিকাংশ দেশে এর আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর। সাধারণত শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়।
সোমবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যম গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিটি দেশের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ বা চাঁদ দেখা কমিটি নিজ নিজ দেশে রমজানের শুরু ও শেষের তারিখ ঘোষণা করে।
ইসলামিক ক্যালেন্ডার চাঁদের অবস্থানের ভিত্তিতে তৈরি হওয়ায় প্রতিটি মাস শুরু ও শেষ হয় অর্ধচন্দ্র দেখে। চন্দ্র মাস সৌর মাসের তুলনায় কিছুটা ছোট হওয়ায় প্রতি বছর রমজানসহ সব আরবি মাসই ইংরেজি ক্যালেন্ডারে ১০ থেকে ১১ দিন পিছিয়ে যায়। ফলে মুসলমানরা বিভিন্ন ঋতুতে রমজানের রোজা রাখার সুযোগ পান—কখনও শীতে, কখনও গ্রীষ্মে, আবার কখনও বর্ষায়।
সূত্র: গালফ নিউজ