আন্তর্জাতিক: ভারতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল রুমে দেশটির সিনিয়র এক পুলিশ কর্মকর্তার মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার ( ৩১ আগস্ট) রাতে দেশটির উত্তর প্রদেশের লখনউতে এই ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে বলছে, ১৯ বছর বয়সী ওই ছাত্রীকে হোস্টেলে তার রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। আনিকা রাস্তোগি নামের ওই ছাত্রী রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটির শিক্ষার্থী। আনিকাকে তার ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাম মনোহর লোহিয়া হাসপাতালের (আরএমএল) এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে আমরা আনিকা রাস্তোগির মৃত্যু ঘোষণা করছি। এলএলবি (অনার্স) তৃতীয় বর্ষের এই ছাত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাত ১০ টার দিকে মারা গেছেন। পুরো আরএমএল পরিবার তার মৃত্যুতে শোকাহত।
অনিকা ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার সঞ্জয় রাস্তোগির মেয়ে। বর্তমানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে (এনআইএ) মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন সঞ্জয় রাস্তোগি।
পুলিশ জানিয়েছে, অনিকার শরীরে কাপড় অক্ষত ছিল এবং তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্নও ছিল না। পাশাপাশি হোস্টেলের ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল এবং ভেতরে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা এখনও থানায় অভিযোগ দায়ের করেননি জানিয়ে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : channel 24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |