প্রচ্ছদ জাতীয় হাসিনাকে নিয়ে সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস

হাসিনাকে নিয়ে সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায় তার অপরাধের তুলনায় খুবই নগণ্য। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ অসংখ্য অপরাধ করেছেন। তার তুলনায় আদালতের এই শাস্তি খুবই কম।” তিনি আরও বলেন, এখন এনসিপি রায় কার্যকরের অপেক্ষায় আছে এবং বিশ্বাস করে—এই রায় কার্যকর হওয়ার মধ্য দিয়েই আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে, যা গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায় রচনা করবে।

তিনি দাবি করেন, যতদিন ভারত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত না দেবে, ততদিন বাংলাদেশ প্রসঙ্গে তাদের মন্তব্যকে গুরুত্ব দেয়া হবে না।

সারজিস আলম বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে একটি বড় প্রতিশ্রুতি পূরণ করেছে—জুলাই গণহত্যা ও বহু হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। এটি সরকারের বড় সফলতা বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি জুলাই সনদ, গণভোট ও ‘নোট অফ ডিসেন্ট’-এর বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, এনসিপি চায় গণভোটের মধ্য দিয়ে মৌলিক সংস্কার বাস্তবায়ন হোক। ভবিষ্যতে যারা গণভোট ও সংস্কারের বিরোধিতা করবে, তারা দেশপন্থী হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। এনসিপি ভবিষ্যতে সহযোগিতা ও একসঙ্গে চলবে তাদের সঙ্গেই, যারা দুর্নীতিমুক্ত ব্যবস্থা এবং বিচারিক প্রয়োগের পক্ষে থাকবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি নিরপেক্ষ পরিবেশ তৈরির আহ্বান জানান। ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান তিনি। গত সময়ে দলীয় পরিচয়ে সুবিধা পাওয়া কেউ যেন আর দায়িত্বে প্রাধান্য না পায়—সেটিও তিনি সতর্ক করেন।

তার আশা, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল হলে আগামী ফেব্রুয়ারিতে দেশ ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে।