দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি ছাড়াও ডামি নির্বাচনে অবৈধ সংসদ বাতিলের এক দফা দাবিতে আজ রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়ও বাড়তে থাকে। এ সময় কালো পতাকা ছাড়াও ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিতে দিতে দলে দলে কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ফকিরাপুল হয়ে আরামবাগ মোড় ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হবে। ইতোমধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২টি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের সব মহানগরেও এ কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। গত ২১ জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে অপর এক সংবাদ সম্মেলনে কর্মসূচি পালনের অনুমতির বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ওইদিন রিজভী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, এই সংসদ ভেঙে দেয়া, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। আমরা চিঠি দিয়েছি। আমাদের মৌখিকভাবে অনুমতি দেয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী কথা বলেছেন। উনি আমাকে জানিয়েছেন, মৌখিকভাবে অনুমতি দেয়া হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |