প্রচ্ছদ জাতীয় সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি—ছাত্রদলকে পিনাকী

সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি—ছাত্রদলকে পিনাকী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে মাসব্যাপী ওয়েলফেয়ার রাজনীতির কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।

অন্যদিকে, ছাত্রদলের এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে মন্তব্য করে বলেন,

“সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি?”

তিনি পোস্টে লেখেন, “সবশেষ চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অফিসিয়ালি বিএনপি ও ছাত্রদলের অবস্থান ছিল ওয়েলফেয়ার রাজনীতির বিরুদ্ধে। তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছে ‘ওয়েলফেয়ার রাজনীতি’ কেন খারাপ। কিন্তু সব নির্বাচনে হেরে গিয়ে এখন নিজেদের ন্যারেটিভ থেকে ১৮০ ডিগ্রী ঘুরে দাঁড়াল দলটি। ছাত্রশিবিরের দেখানো পথে ছাত্রদল এগিয়ে আসায় অভিনন্দন।”

ঘোষিত কর্মসূচির বিস্তারিত
মাসব্যাপী এই কর্মসূচির সূচনা হবে আগামী ২ নভেম্বর ‘ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্প’ দিয়ে। পরের দিন ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিনার ‘ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিকল্প আয়ের উৎস’।

৬ নভেম্বর শুরু হবে ক্যাম্পাস সৌন্দর্যবর্ধনের উদ্যোগ ‘আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো’।
৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘মেধাবী সংবর্ধনা’,
১০ নভেম্বর—সেমিনার ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিকাশে গণমাধ্যমের দায়িত্বশীলতা’।

এরপর ধারাবাহিকভাবে—

১১ নভেম্বর: বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ বিষয়ক সেমিনার
১২ নভেম্বর: স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি
১৩ নভেম্বর: মেডিকেল ডিসপ্যাচ বুথ উদ্বোধন ও রক্তদান কর্মসূচি
১৬ নভেম্বর: ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ পুরস্কার বিতরণী
১৭ নভেম্বর: রম্য বিতর্ক প্রতিযোগিতা
১৮ নভেম্বর: চাকরি মেলা ও সফট স্কিল কর্মশালা
২০ নভেম্বর: ইনডোর ও আউটডোর গেমস প্রতিযোগিতা
২৩ নভেম্বর: সেমিনার ‘ইন্ডাস্ট্রি ৪.০ এর চ্যালেঞ্জ মোকাবিলা: কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও রোবোটিকস’
২৪ নভেম্বর: ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং’ বিষয়ক সেমিনার

এছাড়া ৪ নভেম্বর থেকে মাসব্যাপী প্রতিদিন দুপুর ১২টায় চলবে ‘হঠাৎ কুইজ প্রতিযোগিতা’।

হলের জন্য বিশেষ উদ্যোগ
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের জন্য ছাত্রদল বিশেষ কল্যাণমূলক উদ্যোগ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বুকসেলফ, বিসিএস ও ইসলামিক বই সরবরাহ, ফার্স্ট এইড বক্স, ইনডোর গেমস আয়োজন, রম্য বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, পর্দা, পাইপ, ডাস্টবিন, জুতার তাক, যোগব্যায়াম ম্যাট, পানির ফিল্টার ও বিশেষ বৃত্তি প্রদান।

ছাত্রদল নেতার বক্তব্য

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,

“আমাদের এই কর্মসূচি জকসুকে সামনে রেখে নয়, বরং শিক্ষার্থীদের কল্যাণে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ক্ষেত্রেও ছাত্রদলের ভূমিকা অনন্য।”

সূত্র : bd24report.com