
মধ্যরাতে ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির ভাই সাজেদুল ইসলাম সুমন, তার মতো গুম হওয়া ব্যক্তি ও পরিবারের সদস্যদের স্মরণ করে পোস্টটি করেন তিনি।
আজ শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে সুমনের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে সেখানে তিনি লিখেন, সানজিদা ইসলাম তুলির মা, আর আমার হাত।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও লেখেন, তুলির ভাই সুমন, ছাত্রদল নেতা, আজও ফেরেনি। এমন অনেক সুমন আজও ফেরেনি! তুলিদের সংগ্রাম জুলাই এনেছে। আয়না ঘরের মতো সত্য বের হয়ে এসেছে। কিন্তু তুলিরা আজও সংগ্রাম করছে। তুলিরা, আমাদের আমানত।
উল্লেখ্য, ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে তাকে তুলে নিয়ে যায় র্যাবের একটি দল। এখনো তার খোঁজ পাওয়া যায়নি।









































