
সারাদেশ: বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পোড়া বাসভবন থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. বশির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর ওই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে কয়েকশ দুর্বৃত্ত ওই বাড়ির চারপাশে ঘিরে হামলা চালিয়ে বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় সাদিক আবদুল্লাহ ওই বাড়িতেই অবস্থান করছিলেন। ওই সময় বাড়ি থেকে সাদিক আবদুল্লাহসহ তার অনুসারীরা বের হতে পেরেছেন বলে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা।
সূত্র: ঢাকা পোস্ট