প্রচ্ছদ জাতীয় জামায়াত আমিরের বিবৃতি

জামায়াত আমিরের বিবৃতি

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে বিবৃতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সাঈদী কারাবন্দি অবস্থায় ২০২৩ সালের ১৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বর্তমান নাম) মারা যান।

গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমন এক পরিস্থিতিতে হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

জামায়াত আমির বলেন, আল্লামা সাঈদী এখন আমাদের মধ্যে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন।