
শুক্রবার ময়মনসিংহে ভিক্টরি ওয়ারিয়র্স আয়োজিত ভিক্টরি ওয়ারিয়র্স টি-১০ টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল আয়োজিত হয়।
ফাইনালে ভিক্টরি ওয়ারিয়র্স সুপার হিরো বনাম ভিক্টরি ওয়ারিয়র্স কিংস্ এর খেলা অনুষ্ঠিত হয়।
ভিক্টরি ওয়ারিয়র্স সুপার হিরো টসে জিতে কিংস্ কে আগে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। কিংস্ আগে ব্যাট করে ১০ ওভারে ১১৬ করতে সক্ষম হয়।
১১৭ টার্গেটে ব্যাট করতে নেমে ভিক্টরি ওয়ারিয়র্স সুপার হিরো ৯ ওভারে তা করতে সক্ষম হয় এবং সেই সাথে জয় নিশ্চিত করে।
তনয় ৩ ওভার বল করে ১৭ রানে তুলে নেয় ৪ উইকেট এবং রিদয় ব্যাটে করতে নেমে ১০ বলে করে মূল্যবান ৩৫ রান। তারা দুই জনকেই দলীয় ভাবে ম্যান অফ দ্যা ফাইনাল পুরষ্কার দেওয়া হয়।
জিতার পর দলের অধিনায়ক বিপ্লব বলেন : একটা ম্যাচ জিততে কার না ভালো লাগে। আর সেই ম্যাচ যদি হয় কোনো টুর্নামেন্ট এর ফাইনাল তাহলে তো কোনো কথাই নেই। সকল প্লেয়ার ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনেক কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ জানাই
আনন্দ, সিয়াম ভাই, রিদয়, রাজন, তনয় দা। তার সাথে আমাদের টিমের সকল প্লেয়ারদের।











































