বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ করবেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এই সিদ্ধান্তের কথা জানান।
তারা আরও ঘোষণা করেছেন, বিক্ষিপ্ত আন্দোলনের পরিবর্তে সারা দেশে একযোগে আন্দোলন চালিয়ে স্বেচ্ছায় কারাবরণ করবেন।
সংবাদ সম্মেলনে প্রতিনিধি প্রসেনজিৎ হালদার বলেন, ‘সোমবারের সমাবেশে আমাদের ওপর একদল উগ্রবাদী হামলা চালিয়েছে, যা সম্পূর্ণ অমানবিক। এতে আমাদের ৩০ জন সমর্থক আহত হয়েছেন এবং ২ জন নারী সমর্থক লাঞ্ছিত হয়েছেন।’
সুুত্রঃ The Daily Campus
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |