প্রচ্ছদ হেড লাইন রোল ২২ থেকে দ্বিতীয়, রেজাল্ট দেখা হলো না আয়েশার

রোল ২২ থেকে দ্বিতীয়, রেজাল্ট দেখা হলো না আয়েশার

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে, রোল নম্বর ২২ থেকে দ্বিতীয় হয়ে তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে আয়েশা আক্তার। কিন্তু এই সাফল্য আর দেখা হলো না তার।

গত ১৯ ডিসেম্বর গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় সাত বছর বয়সী আয়েশা। আগুন লাগার সময় ঘরের ভেতর আটকে পড়ে সে। বাবার চোখের সামনেই দগ্ধ হয়ে মারা যায় শিশুটি।

আয়েশা স্থানীয় ফাইভ স্টার স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পরীক্ষার ফলাফলে জানা গেছে, ছয় বিষয়ে মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৪৩ নম্বর পেয়ে সে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

আয়েশার বাবা বেলাল হোসেন বলেন, ‘মেয়ের রেজাল্ট ভালো হইছে। সেকেন্ড হইছে। কিন্তু এই রেজাল্ট দিয়া আর কী হবে?’

অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়ে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর আয়েশার বড় বোন সালমা আক্তারও মারা যায়। মাত্র ছয় দিনের ব্যবধানে দুই মেয়েকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

ঘটনার পর অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাশকতা কি না, তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।