
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার এলিফেন্ট রোডের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বেলকুনিতে ইট পাটকেল ছুঁড়ে অকথ্য ভাষায় তাকে গালাগালের অভিযোগ তোলেন তিনি।
শনিবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এমন আওয়ামী লীগের ওপর অভিযোগ করেন বিএনপির এই নেত্রী। এসময় তিনি বলেন, দুর্বৃত্তরা আমার বাসার বেলকুনিতে ইট পাটকেল ছোঁড়ে এবং আমায় অকথ্য ভাষায় গালাগাল করে নিচে নামতে বলে।
লাইভে রুমিন বলেন, একদল ছেলে রাস্তায় এসে আমাকে গালাগাল করে। আমার জানালার কাঁচ ভাঙচুর করেছে। এখনও তারা রাস্তায় অবস্থান করে গালাগাল করেই যাচ্ছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |