
চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছর খুন হন কলেজছাত্র ওয়াহিদুল হক সাব্বির। এ ঘটনায় এজাহারনামীয় আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি এক বার্তায় জানান, চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার কিশোর গ্যাং ‘পাইথন’ গ্রুপ কর্তৃক চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
আরও বলা হয়েছে, গ্রেপ্তার আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণে মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে গত বছরের ১৬ মে হালিশহরের নয়াবাজার এলাকায় ওয়াহিদুলের ওপর হামলার ঘটনাটি ঘটে। প্রথমে লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয়, এরপর পেটে ছুরিকাঘাত করা হয়। টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।
ওয়াহিদুল নগরের মুরাদপুর এলাকার শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। হত্যার ঘটনায় ওয়াহিদুলের বাবা মোহাম্মদ এসহাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন।









































