প্রচ্ছদ জাতীয় রবিবার থেকে বন্ধ ৫ সেবা! বাংলাদেশ ব্যাংকের বড় ঘোষণা, বিপাকে গ্রাহকরা

রবিবার থেকে বন্ধ ৫ সেবা! বাংলাদেশ ব্যাংকের বড় ঘোষণা, বিপাকে গ্রাহকরা

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে পাঁচ ধরনের সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। এসব সেবার মধ্যে রয়েছে—সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া বা নষ্ট নোট বদলানো, এ-চালান গ্রহণ এবং চালান–সংক্রান্ত ভাংতি টাকা প্রদান। আগামী রোববার থেকে গ্রাহকরা আর এসব সুবিধা এই কার্যালয় থেকে পাবেন না।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকই কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষের এ ধরনের সেবা প্রদান করে না। নিরাপত্তাজনিত কারণে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে বাংলাদেশ ব্যাংকও এই সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন সাধারণ জনগণকে নির্বিঘ্নে এসব সেবা দিতে পারে, সে জন্য তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।

নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগ আধুনিকায়নের অংশ হিসেবে মতিঝিল কার্যালয়ের গ্রাহকসংশ্লিষ্ট এসব সেবা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের নিচতলায় অবস্থিত এই মতিঝিল কার্যালয় ১৯৮৫ সাল থেকে এসব সেবা দিয়ে আসছিল।