প্রচ্ছদ জাতীয় রগ কাটা নিয়ে ভুয়া পোস্ট, অতঃপর যা করলেন ঢাবির শিবির সভাপতি

রগ কাটা নিয়ে ভুয়া পোস্ট, অতঃপর যা করলেন ঢাবির শিবির সভাপতি

দৈনিক প্রথম আলো পত্রিকার ফটো কার্ড ব্যবহার করে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে একটি ফেসবুক গ্রুপে রগ কাটা নিয়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে ভুয়া পোস্ট করার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক (কায়েম)।

শুক্রবার (৪ অক্টোবর) শাহবাগ থানায় ফেসবুক গ্রুপটির অ্যাডমিনদের বিরুদ্ধে এ জিডি করেন তিনি।

জিডিতে আবু সাদিক উল্লেখ করেন, গত ৩ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের একটি ফেসবুক গ্রুপে দৈনিক প্রথম আলা পত্রিকার টেমপ্লেট (ফটোকার্ড) ব্যবহার করে আমাকে কোট করে একটি ছবি/তথ্য কার্ড পোস্ট করা হয়। যেখানে লেখা আছে ‘শিবির এ পর্যন্ত যাদের রগ কেটেছে, তারা কেউ ঈমানদার ছিলো না।’ যা একটি স্পষ্ট মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক পোস্ট।

জিডিতে তিনি বলেন, আমাকে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হেয় প্রতিপন্ন ও অপমান করার জন্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য দল মতের মানুষদের মাঝে সাম্প্রদায়িক শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে বিশৃঙ্খলা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্যে ষড়যন্ত্রমূলকভাবে উক্ত পোস্টটি করা হয়েছে।

পোস্টটি এনোনিমাস (বেনামে) করা হয়েছে এবং পোস্টকারী ওই গ্রুপের অ্যাডমিনদের পরিচিত বলে দাবি করেন সাদিক। তিনি বলেন, ‘আমার জান, মাল ও সম্মানের ক্ষতি করার জন্যে ওই মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’

এদিকে পত্রিকার নেমপ্লেট দিয়ে ফটো কার্ড ব্যবহার করে ভুয়া পোস্টের বিষয়টি দৃষ্টিগোচর প্রথম আলো তাদের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এটি ভুয়া বলে বিবৃতি দিয়েছে।

জিডির বিষয়ে শাহবাগ থানার ওসি এ.কে.এম শাহাবুদ্দিন শাহীন বলেন, আজ বিকালে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক একটি জিডি করেছে। এ বিষয়ে আমাদের সাইবার ক্রাইম ইউনিট কাজ করবে।

সুূুত্রঃ ইত্তেফাক

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।