প্রচ্ছদ জাতীয় যে সতর্ক বার্তা দিলেন জেড আই খান পান্না

যে সতর্ক বার্তা দিলেন জেড আই খান পান্না

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের (আসক) চেয়ারপার্সন জেড আই খান পান্না বলেছেন, বাংলাদেশ আজ আন্তর্জাতিক দুর্বৃত্তদের দখলে। আজ সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘দেশ আজ আন্তর্জাতিক দুর্বৃত্তদের দখলে। দখলমুক্ত করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কর্তব্য।’

রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও দায়িত্ব নিয়ে বরাবরই সরব জেড আই খান পান্নার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, অভ্যন্তরীণ দুর্নীতির চক্র ও বিদেশি প্রভাবের মধ্যে এই মন্তব্য একটি গভীর রাজনৈতিক বার্তা বহন করে।

এর আগেও জেড আই খান পান্না বিভিন্ন সময়ে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন। জুলাই ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন সময়ে এ সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। কখনো কখনো কড়া সমালোচনা করেছেন।