সংসদ নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে চোখমুখ খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে।ওই দিন দূতাবাসে পাবলিক সার্ভিস বন্ধ থাকবে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শুক্রবার (৫ জানুয়ারি) বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, যদিও নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে মনে হচ্ছে তবু সংঘর্ষ এবং সহিংসতা হতে পারে। কোনো রকম পূর্বাভাস বা সতর্কতা ছাড়াই নির্বাচনের দিন, নির্বাচনের সময়টাতে এবং পরের কয়েক সপ্তাহ সহিংসতা হতে পারে।
বিবৃতিতে বেশ কিছু পরামর্শ দিয়ে বলা হয়, জনসমাগম স্থল সতর্কতার সাথে চলাচল করা। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় রিভিউ করা এবং পরিস্থিতি বোঝার জন্য স্থানীয় গণমাধ্যমকে মনিটরিং করতে হবে।
প্রসঙ্গত, প্রতিবাদ বিক্ষোভ বা গণঅসন্তোষ চলাকালে চলমান বিধিনিষেধ আরও বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |