প্রচ্ছদ সারাদেশ মেয়ের পরীক্ষা পর্যন্ত স্ত্রীকে পরকীয়া না করার অনুরোধ, না শোনায় ঘটালো লঙ্কাকাণ্ড!

মেয়ের পরীক্ষা পর্যন্ত স্ত্রীকে পরকীয়া না করার অনুরোধ, না শোনায় ঘটালো লঙ্কাকাণ্ড!

দেশজুড়ে: স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তার সঙ্গে পালাতে চেয়েছিলেন। স্বামীর দাবি, মেয়ে দশম শ্রেণির ছাত্রী। সামনে তার বোর্ড পরীক্ষা। তাই স্ত্রীকে বারণ করেছিলেন, এমনটা যেন না করেন। কিন্তু স্ত্রী উল্টে অশান্তি করেন।

সংসার করতে চাননি। সেই রাগে তাকে হত্যা করেছেন। কেন স্ত্রীকে হত্যা করেছেন, তার কারণ বর্ণনা করে ভিডিও করেন যুবক। সেই ভিডিও আবার ‘শেয়ার’ করেন প্রতিবেশীদের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটে। অভিযুক্তের দাবি, স্ত্রীকে হত্যা করার জন্য তিনি দুঃখিত। কিন্তু অনুতপ্ত নন।

পুলিশ সূত্রে জানা যায়, তার স্ত্রীর নাম অম্বিকা। তার স্বামীর নাম গুরুপা জিরোলি। তার স্বামী মঙ্গলবার সকালে ভারী বস্তু দিয়ে তাকে হত্যা করেন। তারপর ভিডিও করেন।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতির দুই সন্তান। মেয়ের বয়স ১৭ বছর। ছেলের বয়স ১০ বছর। ভিডিয়োয় জিরোলি দাবি করেছেন, তারই বন্ধুর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন স্ত্রী। তিনি মানতে পারেননি। কিন্তু স্ত্রী তাকে এবং ছেলেমেয়েদের ছেড়ে প্রেমিকের সঙ্গে পালাতে চেয়েছিলেন।

সামনে মেয়ের বোর্ড পরীক্ষা। স্ত্রীকে তিনি বুঝিয়েছিলেন, মেয়ের পরীক্ষা শেষে বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন। চাইলে তখন বিবাহবিচ্ছেদও করবেন। কিন্তু অম্বিকা তা মানতে চাননি বলে অভিযোগ করেছেন ওই যুবক। সেই রাগে স্ত্রীকে তিনি হত্যা করেছেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এফআইর দায়ের করার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে প্রতিবেশী এবং ওই দম্পতির পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা