
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সমঝোতায় নড়াইল-২ (সদরের আংশিক ও লোহাগড়া) আসনে প্রার্থী পরিবর্তন করে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদকে জোটপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিএনপি।
এর আগে দ্বিতীয় দফায় বিএনপি মনোনীত ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে নড়াইল-২ আসনে দলের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দলের প্রার্থী হিসাবে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করার পর থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মনিরুলের সমর্থকরা। এমনকি মনোনয়ন না পেয়ে মনিরুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। একইসঙ্গে কর্মী-সমর্থকদের মধ্যেও কান্নাকাটির ঘটনা ঘটেছে। তাদের এমন মাতমের একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
দুই মিনিট ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অসংখ্য বিক্ষুব্ধ নেতাকর্মীর উদ্দেশে এ বিএনপি নেতা কান্না করতে করতে বলেন, ‘আমি ৩৯ বছর ধরে বিএনপি ও আপনাদের সঙ্গে আছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। আমরা নড়াইল ও লোহাগড়াবাসী আমাদের প্রিয় নেতাকে (তারেক রহমান) বরণ করতে ঢাকায় এসেছি।
আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন? এমন প্রশ্ন করতেই প্রতিউত্তরে সমস্বরে উপস্থিত সব নেতাকর্মী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুঃসময়ের মনিরুল ভাই, আমরা আপনার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’ এ সময় উপস্থিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।
সূত্র: যুগান্তর








































