দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত রাজনৈতিক স্যাটায়ার চলচ্চিত্র ‘৮৪০’। ২০০৭ সালে জনপ্রিয় এই নির্মাতার বানানো চ্যানেল আইয়ের নাটক ছিল ‘৪২০’। তৎকালীন দর্শকের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছিল।
এবার এলো ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’ সিনেমা। ঢাকাসহ দেশের মানসম্মত ১৫টি সিনেমা হলে সিনেমাটি একযোগে চলছে। যা দেখে উপভোগ করছেন দর্শক।
শুক্রবার সিনেপ্লেক্সে বসুন্ধরা শাখায় সন্ধ্যার শো শেষে কথা হয় সিনেমা দেখে বের হওয়া দর্শকদের সঙ্গে। তারা জানান, ‘৮৪০’ দেখে তৃপ্তি পেয়েছেন। দেখা যায়, ‘কল রেকর্ড ফাঁস করে দেব’ বা ‘আমি শিগগির দেশে ফিরছি’ সিনেমায় থাকা এমন সংলাপ দিয়ে হল থেকে বের হচ্ছে কেউ কেউ!
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতি বলেন, “একটা রাজনৈতিক বিদ্রুপাত্মক সিনেমা যে এত সুন্দর করে উপস্থাপন করা যায়… বিগত কয়েক বছরে যা যা ঘটেছে তার অনেক দৃশ্যই উঠে এসেছে সিনেমায়। ‘দুর্নীতিগুলো’ও উঠে এসেছে, ভালো লেগেছে।”
দর্শক ফারজানা ইয়াসমিন মিতু বলেন, রাজনৈতিক অনেক ঘটনা আছে যেটা উপর থেকে এক রকম প্রদর্শিত হয়, কিন্তু ভেতরে অনেক ঘটনা ঘটে থাকে। সারা বিশ্বের রাজনীতিতে কী হয় সেসবও দেখা গেছে।
মালিবাগ থেকে আগত শফিকুল ইসলাম নামে একজন জানান, রাজনৈতিকভাবে যাদের ক্যারেক্টার পোট্রে করা হয়েছে তারা যদি ‘৮৪০’ দেখেন নিজেরা বুঝবে কী কী ভুল করেছে। তাছাড়া এতে অনেক বার্তা ছড়িয়ে আছে। এগুলোর মাধ্যমে আমাদের সমাজ ও দেশ গড়া সম্ভব।
অনেকে বলছেন, নির্মাতা হিসেবে ফারুকী অনেকটা আন্দাজ করেছেন দেশে এমন কিছু ঘটবে এজন্য তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত।
‘৮৪০’ সিনেমাটি অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কারণ জানিয়ে প্রযোজক তিশা বলেন, “হল বাড়ানোর চেয়ে সিনেমার দর্শক বাড়ানো এই নীতিতে বিশ্বাসী আমরা। দর্শক পছন্দ করলেই হলের সংখ্যা বাড়বে।”
প্রথম দিনের দর্শক কেমন হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, “সাড়া পেতে তো কিছুটা সময় লাগবে। তবে বেশ কিছু মাল্টিপ্লেক্স থেকে আমরা খবর পেয়েছি প্রথম শো থেকেই ভালো দর্শক হয়েছে।”
“বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি পছন্দ করছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা কারণ যদি জুলাইয়ের আন্দোলন না হত তাহলে হয়ত এই সিনেমা এভাবে বড় আকারে আসত না। আমাদের এই সিনেমাটিও আটকে যেত।”
তিশার সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান অভিনয়শিল্পী নাসির উদ্দীন খান। তিনি বলেন, “ফারুকীর ৪২০ এর তো একটা বিশাল শ্রেণির দর্শক ছিল। আশা করছি তারা এই ৮৪০ সিনেমাটিও দেখবেন। আমরা খুব আনন্দ নিয়ে সিনেমাটি করেছি। দর্শক ও পুরোটা সময় আনন্দ নিয়েই উপভোগ করবে।”
সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |