প্রচ্ছদ জাতীয় মতিঝিলে সংসদ নির্বাচনের প্রচারণা করছেন জুমা

মতিঝিলে সংসদ নির্বাচনের প্রচারণা করছেন জুমা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।

শনিবার বিকেলে রাজধানীর মতিঝিল এলাকায় ঢাকা-৮ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর পক্ষে এ প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় শরিফ ওসমান হাদীর লিফলেটও বিতরণ করতে দেখা যায় তাকে।

জানা যায়, ঢাকা-৮ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।

রাজধানীর মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনকে ঢাকার রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবেই বিবেচনা করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ আসনে নির্বাচন করার ঘোষণা দেন শরিফ ওসমান হাদী। তিনি জানান, প্রতিদিন বিকেলে তিনি ঢাকা-৮ আসনের অলিগলিতে ঘুরে জনগণের পরামর্শ শুনবেন, চা-শিঙাড়া খাবেন এবং প্রয়োজনীয় নোট নেবেন।

সূত্র: কালের কণ্ঠ