প্রচ্ছদ হেড লাইন ভারতে পালিয়ে গিয়ে গুজব ছড়ালেন গোলাম রাব্বানী!

ভারতে পালিয়ে গিয়ে গুজব ছড়ালেন গোলাম রাব্বানী!

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ভারতে পালিয়েছেন বলে শোনা যাচ্ছে। তাকে কলকাতার রাস্তায় ‘দ্য ওয়াল নিউজ’- এ সাক্ষাৎকার দিতে দেখা গেছে।

সোমবার (৯ ডিসেম্বর) ‘দ্য ওয়াল নিউজ’ সংবাদমাধ্যমটি তাদের ইউটিউবে কলকাতায় অবস্থান করা বাংলাদেশিদের নেওয়া সাক্ষাতকার প্রকাশ করে। আর সেই সাক্ষাৎকারের ভিডিওতে বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে নেতিবাচক বক্তব্য রাখতে দেখা গেছে গোলাম রাব্বানীকে।

‘বাংলাদেশের পক্ষ থেকে কলকাতা দখলের হুঁশিয়ারি’ বিষয়বস্তু নিয়ে কলকাতার শহরের রাস্তায় চলাচল করা বাংলাদেশিদের ধরে ধরে বক্তব্য নিতে থাকে সংবাদমাধ্যমটির সাংবাদিক। এমন সময়ই রাস্তায় ওই সাংবাদিকের ক্যামেরায় চলে আসেন গোলাম রাব্বানী। তখন তার কাছে জানতে চাওয়া হয়- বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে হামলার ঘটনা তা সত্যি কিনা? উত্তরে গোলাম রাব্বানী বলেন, ‘ঘটনা সত্যি। যা রটে তা তো কিছুটা ঘটে।’

কলকাতা দখল কারার প্রশ্নে তিনি বলেন, ‘কলকাতায় আমি আসছি এক সপ্তাহ হয়েছে। বাংলাদেশে এখন যে ঘটনা ঘটছে তা গ্রহণযোগ্য নয়। যারা এ অস্থিতিশীল অবস্থা করছে তারা ভিন্ন উদ্দেশে এটা করে যাচ্ছে। ৭১-এর পরাজিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা সেই প্রতিশোধ নিতে চাচ্ছে। ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ, যুদ্ধের সময় তারা আমাদের আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন। সরকার পতনের পর এই পরিস্থিতিতে, ৭১-এ যারা হেরেছিল তারা যাচ্ছে এখন যেকোনো উপায়ে সুযোগ নিতে।’

তবে সাক্ষাৎকারে যারা কথা বলতে রাজি হননি, তাদের এক প্রকারে নাজেহাল করার চেষ্টা করেন ওই সাংবাদিক। কথা না বলে তারা চলে গেলে বিদ্রুপ করে ওই সাংবাদিক বলতে থাকেন ‘ভয়ে পালিয়ে যাচ্ছেন কেন?’

এদিকে, সাক্ষাতকারের ওই ভিডিওতে গোলাম রাব্বানীকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে শনাক্ত করেছেন। একজন লিখেছেন, ‘পলাতক আসামি আওয়ামী লীগারদের ধরে ধরে ইন্টারভিউ নিচ্ছে।’ আরেকজন লিখেছেন,‘বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।’ অপরএকজন লিখেছেন, ‘ছাত্রলীগের সকল নেতা এখন বিদেশে গিয়ে দর্শকের ভূমিকা পালন করছে, এটা হাস্যকর।’

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।