প্রচ্ছদ আন্তর্জাতিক ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

ভারতীয় নাগরিকদের জন্য বড় দুঃসংবাদ এসেছে মধ্যপ্রাচ্য থেকে। চাকরির ভুয়া প্রতিশ্রুতি ও ট্রানজিট সুবিধার নামে ভারতীয়দের ইরানে নিয়ে গিয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগের পর ভারতীয় নাগরিকদের জন্য ইরানের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিভিন্ন এজেন্ট ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেখিয়ে ভারতীয়দের ইরানে পাঠাচ্ছিল। সেখানে পৌঁছানোর পর অনেককে চাকরি না দিয়ে বরং অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরান সরকার সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা স্থগিত করেছে, যা ২২ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয় জানায়, এবার থেকে ইরানে প্রবেশ বা ট্রানজিট—উভয় ক্ষেত্রেই ভারতীয় নাগরিকদের ভিসা নিতে হবে। ভিসামুক্ত সুবিধার অপব্যবহার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে ভ্রমণে আগ্রহী সকল নাগরিককে সতর্ক থাকতে এবং ভিসামুক্ত ভ্রমণের নামে প্রলোভন দেখানো এজেন্টদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস