প্রচ্ছদ আন্তর্জাতিক ভাগ্য নির্ধারণী সাত রাজ্যে কে এগিয়ে, ট্রাম্প না কমলা

ভাগ্য নির্ধারণী সাত রাজ্যে কে এগিয়ে, ট্রাম্প না কমলা

আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভাগ্য নির্ধারণী দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। দুইজনই সমানে সমানে লড়াই করছেন।

মার্কিন নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্য সাতটি। এই সাত অঙ্গরাজ্যে কোনো দলই স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকে না। এসব অঙ্গরাজ্যে নিরপেক্ষ ভোটার থাকেন। তারা কোনো দল নয়, বরং প্রার্থীর ভালোমন্দ বিবেচনা করে ভোট দেয়ার পক্ষে। তাই মার্কিন নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে এই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো মূল ভূমিকা রাখে। এই অঙ্গরাজ্যগুলো হলো অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন।

বিবিসির খবর অনুযায়ী, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ছয়টি দোদুল্যমান রাজ্যের মধ্যে তিনটিতে এগিয়ে আছেন। সেখানে এখন পর্যন্ত জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়া থেকে ফলাফল আসতে শুরু করেছে।

অন্যদিকে কমলা হ্যারিস মিশিগানে এগিয়ে আছেন। সেখানে মাত্র ১৯ শতাংশ ভোট গণনা হয়েছে। এ ছাড়া অ্যারিজোনা ও উইসকনসিনে তিনি এগিয়ে আছেন।

ট্রাম্প ২০১৬ ও ২০২০ সালে নর্থ ক্যারোলাইনা জিতেছিলেন। অন্যদিকে জো বাইডেন ২০২০ সালে বাকি দোদুল্যমান রাজ্যগুলোয় জিতেছিলেন। তবে খুব যদিও অল্প ব্যবধানে।

এখনো পর্যন্ত কোনো দোদুল্যমান রাজ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। অর্থাৎ ফলাফল এখননো ভাগ্য নির্ধারণ করার মতো পরিস্থিতিতে নেই। কে এগিয়ে, কে পিছিয়ে তা প্রতি মিনিটে মিনিটে পরিবর্তিত হচ্ছে।

সূত্র: Channel 24

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।