প্রচ্ছদ হেড লাইন ব্রেকিং নিউজঃ মির্জা আব্বাস-রিজভীসহ ১৬৭ জনকে অব্যাহতি

ব্রেকিং নিউজঃ মির্জা আব্বাস-রিজভীসহ ১৬৭ জনকে অব্যাহতি

পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাত বছর আগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে গ্রহণ করে ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, জাতীয়তাবাদী মহিলার দলের সভাপতি আফরোজ আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা কফিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, মিডিয়া ইউং শামসুদ্দিন দিদার, নির্বাহী কমিটির সদস্য আমুনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মনজু, ঢাকা দক্ষিণের ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ প্রমুখ।

মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি এই মামলায় তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় দায় হতে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আজকে আদালত এই প্রতিবেদন গ্রহণ করে অভিযোগের দায় হতে আসামিদের অব্যাহতির আদেশ দেন। ফ্যাসিস্ট সরকারের দায়ের করা মিথ্যা মামলায় দেরিতে হলেও আমরা সুবিচার পেয়েছি।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে বিএনপিরর কয়েকটি মিছিল ও ব্যান্ডপার্টি, ব্যানার-ফেস্টুনসহ শোডাউন করে আসে এবং ভিআইপি রোড অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে মির্জা আব্বাসের নেতৃত্বে আসামিরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়, ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের সরকারি গাড়ি ও প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়, এতে প্রায় ৯৫ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে মামলা দায়ের করেন। সম্প্রতি এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ।

সুত্রঃ দৈনিক জনকন্ঠ