
রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ৫টা ১১ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৯। যার উৎপত্তিস্থল ভারতের আসামে।
এ ভূমিকম্প শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী পাঁচ দেশেও অনুভূত হয়েছে। দেশগুলো হলো—ভারত, নেপাল, ভুটান, চীন এবং মায়ানমার। ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ রাজ্যে শক্তিশালী কম্পন অনুভূত হয়। নেপাল ও ভুটানেও কিছু অংশে কম্পনের খবর মিলেছে। চীনের দক্ষিণাঞ্চল এবং মায়ানমারের কিছু এলাকাতেও ভূমিকম্পের কম্পন ধরা পড়ে।











































