গণঅধিকার পরিষদের দুটি অংশকে পুনরায় একীভূত করার ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নুরুল হক নুর বলেন, বৃহত্তর স্বার্থে সকল বিভাজন ভুলে গিয়ে গণঅধিকার পরিষদকে একত্রিত করা হয়েছে। তিনি জানান, কিছু ব্যক্তি আপাতত এ প্রক্রিয়ার বাইরে থাকতে পারেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারাও যুক্ত হবেন বলে তিনি আশাবাদী।
সংবিধান প্রসঙ্গে নুর বলেন, ৭২-এর সংবিধান বাতিলের প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময়ে সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। তাই এটিকে বাতিল না করে প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে, তবে তা অবশ্যই সবার সঙ্গে আলোচনা করে হওয়া উচিত।
৭১-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গে নুর বলেন, জাতি মাত্র একবারই স্বাধীন হয়। ৭১-এর সাথে ২৪-এর তুলনা চলে না। তিনি আরও বলেন, কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |