প্রচ্ছদ জাতীয় বিদেশি স্ত্রীকে নিয়ে দেশে এসেই চুরির শিকার, নিঃস্ব প্রবাসী

বিদেশি স্ত্রীকে নিয়ে দেশে এসেই চুরির শিকার, নিঃস্ব প্রবাসী

১৭ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরেই চুরির কবলে পড়েছেন প্রবাসী রফিকুল ইসলাম। স্বপরিবারে মালয়েশিয়া থাকা রফিকুলের বাড়ি থেকে নগদ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১৮ লক্ষ টাকার সম্পদ খুইয়ে প্রায় নিঃস্ব হয়েছেন তিনি। বিদেশি স্ত্রী নিয়ে দেশে ফেরার পর চুরির কবলে পড়ার এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন রফিকুল।

গত ১৫ সেপ্টেম্বর রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং ওয়ার্ডের পাতানিশ এলাকায় আব্দুর রশিদ মাস্টারের বাড়ীতে এই ঘটনা ঘটে। পরে এই ঘটনায় অজ্ঞাতনামা চোরদের কথা উল্লেখ করে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

প্রবাসী রফিকুল ইসলাম বাংলাদেশি নাগরিক হলেও তার স্ত্রী নুর হাফিজা মালয়েশিয়ান নাগরিক। তিনিও এসেছিলেন বাংলাদেশে বেড়াতে। তবে এই চুরির ঘটনার পর তিনি আবারও বাংলাদেশে আসবেন কী না তা নিয়ে দ্বিধা প্রকাশ করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, রফিকুল ইসলাম ১‌৭ বছর যাবৎ স্বপরিবারে মালয়েশিয়া বসবাস করেন এবং মাঝে মাকে বাড়ীতে আসা যাওয়া করেন। গত ১৫ সেপ্টেম্বর রাত অনুমান ২ টার দিকে তিনি হাজীগঞ্জের নিজ বাসায় ফেরেন। ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে তারা ঘুম থেকে উঠে দেখেন চুরির ঘটনা ঘটেছে।

ওই অভিযোগে আরও বলা হয়েছে, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে মালয়েশিয়ান ১১৫০০/ এগারো হাজার পাঁচশ রিঙ্গিত, মার্কিন একশ ডলারের নোট ১ হাজার ইউএস ডলার। ২ ভরি ওজনের ৩টি স্বর্ণের আংটি, আড়াই ভরি ওজনের ২টি সোনার চেন, আড়াই ভরি ওজনের ১টি সোনার ব্রেসলেট, ১টি স্মার্টফোনসহ সর্বমোট ১৪ লাখ আশি হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, সন্দেহভাজন কারা সে ব্যাপারে তথ্য না থাকায় জিওলোকেশন ব্যবহার করে অপরাধী কারা ছিলেন তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।