
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। বিএনপি ২৩৮ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতও সংসদীয় আসনগুলোতে প্রার্থী দিয়ে নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে এখনও দলীয় প্রার্থী ঘোষণা করেনি। তবে কিছু কিছু আসনে তাদের কেন্দ্রীয় নেতাদের গ্রিন সিগন্যাগ দিয়ে রেখেছে।
রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিক্রি চলছে। এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত।
এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের বেশির ভাগই এখনো দলীয় মনোনয়নপত্র কেনেননি। তবে গতকাল সোমবার রাতে ঢাকা-৯ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এই আসনটিতে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি।
ঢাকা-৯ সংসদীয় আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। এনসিপি নেত্রী তাসনিম জারাকে ছাড় দিতেই বিএনপি এই আসনটি ফাঁকা রাখা হয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।
নিজের প্রার্থিতা নিয়ে ডা. তাসনিম জারা বলেন, ‘আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড, অর্থাৎ সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসন। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমদ। এই আসননি নির্বাচনি সমঝোতা হলে মিত্র দলের প্রার্থীর জন্য ছাড় দিতে পারে বিএনপি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়ার উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা৷ তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মনোনয়নপত্রের দাম ২ হাজার টাকা।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলছেন, মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পর থেকে দলীয় কার্যালয়ে বিকেলে ও সন্ধ্যায় প্রচুর মানুষ আসছেন৷ অনেকেই মনোনয়ন সংগ্রহ করছেন৷ ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সূত্র : যুগান্তর











































