প্রচ্ছদ জাতীয় বিএনপিকে উদ্দেশ্য করে শিবির নেতার হুঁশিয়ারি

বিএনপিকে উদ্দেশ্য করে শিবির নেতার হুঁশিয়ারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বিএনপি উদ্দেশ্য করে বলেছেন, এ দেশ আপনার বাবার না, এ মামলা আপনার না, এই মামলা শহিদদের পরিবারদের, এই মামলা করেছে আহত ও পঙ্গুত্বকারী ভাইয়েরা। আপনাদেরকে দায়িত্ব দিয়েছে এই মামলা তুলে নেওয়ার।

মঙ্গলবার দুপুরে শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে জয়পুরহাট জেলা ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

এসময় শিবির নেতা আরও বলেন, এই নতুন বাংলাদেশে আপনারা যদি শহিদদের বিপরীতে কাজ করবেন, জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে গিয়ে কাজ করবেন এবং ভারতের তাবেদার করবেন তাহলে ইসলামী ছাত্রশিবির ঘরে বসে থাকবে না, বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসুর) এজিএস মহিউদ্দিন খান, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম প্রমুখ।

সূত্র : জনকণ্ঠ