
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ কর্মকর্তার বৈঠকের ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ওই পোস্টে জানানো হয়, ফেসবুকে Shafin Rahman নামক একটি অ্যাকাউন্ট থেকে চারটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে ছবিগুলোতে বিএনপির দুজন কেন্দ্রীয় নেতাকে (আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল আউয়াল মিন্টু) ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে। ‘কয়েকটি OSINT প্ল্যাটফর্মের’ বরাতে এই ছবিগুলো পাওয়া গেছে বলে ওই পোস্টে জানানো হয়। পাশাপাশি এও জানানো হয়েছে যে, উল্লিখিত ছবিগুলোর মেটা ডাটা চেক করে ছবির সত্যতা শতভাগ নিশ্চিত হওয়া গেছে।
তবে দ্য ডিসেন্ট এর অনুসন্ধান ও বিশ্লেষণ বলছে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছে, ছবিগুলো ভারতের রাজধানী নয়াদিল্লির Oberoi হোটেলে ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে অনুষ্ঠিত ভিন্ন ভিন্ন বৈঠকে তোলা হয়েছে।
প্রথমত, পোস্টের বর্ণনা অনুযায়ী ৪টি ছবির মধ্যে দুটিতে দেখা যাচ্ছে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু ‘র’ কর্মকর্তার সঙ্গে একটি হোটেলের লবিতে বৈঠক করছেন এবং অন্য দুটিতে দেখা যাচ্ছে আমীর খসরু মাহমুদ চৌধুরী একই কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন।
স্যুট পরা আমীর খসরুকে দেখা যাচ্ছে এমন একটি ছবির মূল সংস্করণটি নয়াদিল্লির Oberoi হোটেলের Google Review-তে Ranjan Jha নামক একজন কাস্টমারের অ্যাকাউন্টে পাওয়া গেছে, যা ৬ বছর আগে পোস্ট করা হয়েছিল।
মূল ছবির সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে এই ছবিটিকে এআইয়ের সাহায্যে বিকৃত করে তাতে দুজন ব্যক্তির বসে থাকার দৃশ্য যুক্ত করা হয়েছে। এআই দিয়ে সম্পাদনার পরেও বিকৃত ছবিতে এমন কিছু মিল ও গরমিল রয়ে গেছে যেগুলো থেকে স্পষ্ট হয় যে, ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি Ranjan Jha এর ছবির সম্পাদিত সংস্করণ।
দ্বিতীয়ত, দ্য ডিসেন্ট ৪টি ছবি ৩টি ওপেনসোর্স এআই ইমেজ ডিটেক্টর টুলে চেক করলে টুলগুলো ৩টি ছবির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তবে আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে আরও এক ব্যক্তির বসে থাকার ছবিটি এআই দিয়ে তৈরি বলে সিদ্ধান্ত দিয়েছে (একটিতে ৮৫ শতাংশ আরেকটিতে ১০০ শতাংশ)।
তৃতীয়ত, পোস্টের দাবি অনুযায়ী আমীর খসরু এবং মিন্টু ৩টি ভিন্ন ভিন্ন বছরে কথিত ‘র’ কর্মকর্তা কর্নেল গৌরব দোগরার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরমধ্যে খসরু এবং মিন্টুর সঙ্গে ভিন্ন ভিন্ন বছরের দুটি ছবি দেখা যাচ্ছে প্রায়ই একই অ্যাঙ্গেলে তোলা এবং উভয় ছবিতে ক্যামেরা এবং বৈঠকরত ব্যক্তিদের মধ্যে প্রায় একই ঢঙে প্রায় একই চেহারা ও শারীরিক গঠনের অন্য আরেকজন ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে; যা ছবিগুলোর এআই দিয়ে তৈরি হওয়ার প্রতিই ইঙ্গিত করে। কাছাকাছি সময়ে কাছাকাছি রকমের প্রম্পট দিয়ে ছবি জেনারেট করলে ছবিতে এমন মিল থাকে। কিন্তু বাস্তবে ভিন্ন বছরে ভিন্ন ভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠকে এমন একাধিক চরিত্রের শারীরিক অঙ্গভঙ্গি এভাবে মিলে যাওয়া অস্বাভাবিক।
চতুর্থত, Shafin Rahman তার পোস্টের কমেন্টে ছবিগুলোর সোর্স হিসেবে একটি ভিডিও শেয়ার করেছেন, যা মূলত একইদিন Indus Sentinel Grid নামক একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়। অর্থাৎ, Shafin Rahman এর পোস্ট করা ছবিগুলো মূলত Indus Sentinel Grid এর প্রকাশ করা।
এই হ্যান্ডেলটি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি পাকিস্তান থেকে পরিচালিত এবং এটির জন্ম হয়েছে গত বছরের জুলাই মাসে। অ্যাকাউন্টটির সাম্প্রতিক ২০টিরও বেশি পোস্ট পর্যবেক্ষণ করে দেখা গেছে, ভিত্তিহীন, সূত্রহীন এবং ভুয়া এবং চটকদার বিভিন্ন বিষয় তাতে প্রকাশ করা হয়; যার বেশিরভাগই ভারত এবং আফগানিস্তান সংক্রান্ত এবং কোনো কোনো ক্ষেত্রে এই দুটি দেশ নিয়ে বিদ্বেষমূলক।
অ্যাকাউন্টটিতে গত ১৪ ডিসেম্বর প্রকাশিত একটি ভুয়া খবর হচ্ছে, অস্ট্রেলিয়ার বন্ডি বিচে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার জন্য দায়ী দুই ব্যক্তি (বাবা-ছেলে) সাজিদ ও নাভিদ আকরামের একজন ভারতীয় এবং অন্যজন (ছেলে) অস্ট্রেলিয়ান নাগরিক হলেও Indus Sentinel Grid ছেলেকে আফগান নাগরিক হিসেবে অভিহিত করে ছবি প্রকাশ করেছিল।
পঞ্চমত, যেহেতু এই ছবিগুলো এআই জেনারেটেড হিসেবে প্রমাণিত, ফলে এগুলোর ‘মেটা ডাটা চেক করা’র দাবিটিও অসত্য।
সূত্র: কালবেলা










































