প্রচ্ছদ জাতীয় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি

বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি

রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ ৪৫ জন নেতা-কর্মীকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আসামিপক্ষের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী জানান, মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিন আসামিপক্ষ থেকে অব্যাহতির আবেদন জানানো হলে আদালত দীর্ঘ শুনানি শেষে তাদের মামলার দায় থেকে মুক্তি দেন। এই আদেশের ফলে মির্জা আব্বাস ও আমান উল্লাহ আমান ছাড়াও গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল্লাহ আল নোমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, হাবিব উন নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকুর মতো প্রভাবশালী বিএনপি নেতারা আইনি রেহাই পেলেন। এছাড়া তালিকায় ইসহাক সরকার, খন্দকার এনামুল হক এনাম, এস এম জাহাঙ্গীর হোসেন, মামুন হাসান, মীর সরাফত আলী সফু এবং হাবিবুর রশিদ হাবিবের নামও রয়েছে।

গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০১৩ সালের প্রথম দিকে পুলিশের কাজে বাধা প্রদান ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পল্টন ও শাহজাহানপুর থানায় এই মামলা দুটি দায়ের করা হয়েছিল। ২০১৩ সালের মার্চে পল্টন থানার মামলায় ২৬ জনের বিরুদ্ধে এবং শাহজাহানপুর থানার মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। উল্লেখ্য যে, এই দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অভিযুক্ত ছিলেন, তবে তিনি আগেই উচ্চ আদালত থেকে অব্যাহতি পেয়েছেন।