প্রচ্ছদ সারাদেশ বাস-মাইক্রোবাস সংঘর্ষ, মূহুর্তে সব শেষ

বাস-মাইক্রোবাস সংঘর্ষ, মূহুর্তে সব শেষ

সারাদেশ: গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছাগলছিড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন।