আর্ন্তজাতিক: ভারতের রাজস্থানে নাগুর জেলায় স্ত্রীকে নির্যাতনের লোম হর্ষক এক ঘটনা ঘটেছে। ঘটনায় ভয়াবহতা যেন সিনেমার দৃশ্যকেও হার মানাবে। ওই পাষণ্ড স্বামী স্ত্রীর দুই পা বাইকের সঙ্গে বেঁধে কয়েক সেকেন্ডে ধরে মাটিতে টানতে থাকেন। এ সময় স্ত্রী সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। খবর এনডিটিভি
নির্যাতনের এক পর্যায়ে ওই পাষণ্ড স্বামী বাইক থামিয়ে স্ত্রীর শরীরের ওপর দাঁড়ায়। এতে ওই নারী আরও জোরে চিৎকার করতে থাকে। ৪০ সেকেন্ডের ওই ভিডিওটি গত মাসের বলে ধারণা করা হচ্ছে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভারতীয় নারীদের ওপর নির্যাতনের ভয়াবহতা ভিডিওটিতে ফুটে উঠেছে। ঘটনাটি এমন সময় সামনে আসল যখন কলকাতায় আরজি কার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এক ডাক্তারকে ধর্ষণের পর খুন করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী বোনের বাড়ি বেড়াতে যেতে চেয়েছিলেন। এজন্য স্বামী তাকে এভাবে নির্যাতন করে। এ ঘটনায় ওই ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্য এক রাজ্য থেকে স্ত্রী হিসেবে ক্রয় করে আনা হয়েছে। ভারতের ঝুনঝুনু, নাগুয়ার এবং পালিয়ে এ ধরনের ঘটনার প্রচলন রয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়া ওই নারী মানবপাচারের শিকার কিনা তাও খতিয়ে দেখা হবে। কয়েকটি সূত্র জানিয়েছে, প্রেম রাম মেগাওয়াল নামের এক ব্যক্তি ওই নারীকে ক্রয় করে নিয়েছে। ১০ মাস আগে তাকে ২ লাখ টাকা দিয়ে কিনে নেয়া হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে জেল হেফাজতে নিয়েছে এবং নির্যাতনের শিকার নারীর সঙ্গে যোগাযোগ করেছে। বর্তমানে ওই নারী জয়সালমীরে রয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |