প্রচ্ছদ জাতীয় বড় ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান

বড় ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সৈয়দপুর সেনানিবাসে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে ইএমই কোরের সব সদস্যদের প্রতি তিনি এ আহ্বান জানান। এছাড়া প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসিএন্ডএস) এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত ইএমই কোরের ইউনিটগুলোর অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সূত্র : ঢাকা পোস্ট