প্রচ্ছদ আর্ন্তজাতিক ফের যেসব স্থান কাঁপলো ভূমিকম্পে

ফের যেসব স্থান কাঁপলো ভূমিকম্পে

ভূমিকম্পের রেশ যেন কাটছেই না। একের পর ভূমিকম্প হয়ে চলেছে দুনিয়াজুড়ে নানা স্থানে। মিয়ানমার এবং থাইল্যান্ডে বড় মাত্রার আঘাতের পর বাংলাদেশও কেঁপেছে ভূমিকম্পে। এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কাছে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া কেঁপেছে নেপালও।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পের আগেই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কম্পনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল। এতে অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এছাড়া কম্পনের পর পরবর্তী আফটারশকও রেকর্ড করা হয়েছে।

বিবিসি বলছে, ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ও তার আশপাশের এলাকায় স্থানীয় সময় সোমবার ৫.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

স্থানীয় সময় সকাল ১০টা আট মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল জুলিয়ান শহরে। এটি সান ডিয়েগোর উত্তর-পূর্বে কুয়ামাকা পাহাড়ে অবস্থিত একটি ছোট পর্যটন শহর।

এছাড়া নেপাল কেঁপেছে ৪ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে। এ ঘটনার পর আফটারশক হতে পারে বলে সতর্কতা জারি করেছে সিসমোলজিস্টরা। নেপালে মঙ্গলবার ভোরে ৪ দশমিক ০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

তাদের তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ২৫ কিলোমিটার গভীরে। মৃদু ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।