প্রচ্ছদ বাংলাদেশ ফের বিএনপির নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তার বৈঠক

ফের বিএনপির নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তার বৈঠক

বাংলাদেশ: সমসাময়িক রাজনীতি নিয়ে ফের বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথিউ বে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক করেন তারা।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে অংশ নেওয়া বিএনপির নেতাদের মধ্যে ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে নিপুণ রায় চৌধুরী বলেন, মার্কিন দূতাবাসের আমন্ত্রণে সেখানে যান তারা। সৌজন্য সাক্ষাৎ ছাড়া সমসাময়িক রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে। এর বেশি কিছু বলতে অনীহা প্রকাশ করেন নিপুণ রায়।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।