চলচ্চিত্রকার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। গতকাল (১৩ ডিসেম্বর) শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ঘটনাটি শেয়ার করেন ফারুকী। তিনি জানান, মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ব্যস্ততা পালন করায় ওই পেজ ফিরিয়ে আনতে বিশেষ কোনো পদক্ষেপ নিতে পারছেন না তিনি। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের পেজ হ্যাকিংয়ের নেপথ্যে কারা?
পেজ হ্যাক হওয়ার ঘটনাটি বিবেচনায় নিয়ে দর্শকদের তার সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন ফারুকী। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারে দর্শকদের অবদান অনেক। আমি নিশ্চিত আপনারা জানেন কেন এসব ঘটছে, আর কারা ঘটাচ্ছে।’ দর্শক ও অনুসারীদের আশ্বস্থ করে ফারুকী জানিয়েছেন, ছবিয়ালের পেজটির নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেই লক্ষ্যে দলবল নিয়ে কাজ করছেন তার স্ত্রী প্রযোজক ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড।’ ছবির প্রচার-প্রচারণায় অন্যান্যবারের মতো তেমন কিছুই করতে পারছেন না উল্লেখ করে ফারুকী বলেন, ‘যেহেতু আমি এখন অন্যরকম একটি দায়িত্ব পালন করছি, তাই ৮৪০-এর প্রচারের জন্য তেমন কিছু করতে পারিনি। একটা উদাহরণ দিই, গতকাল গভীর রাত পর্যন্ত মন্ত্রণালয়ের কাজ নিয়েই ছিলাম। বিগত দিনগুলোতে ছবিমুক্তির সময় মাঝরাত পর্যন্ত ছবির প্রচারে কাজ করতাম। এখন টিম নিয়ে সেই কাজগুলো করছে তিশা, যাতে ছবির খবরটা আপনাদের কাছে পৌঁছায়।’ ফারুকী জানান, তাদের কাজকেও বাধাগ্রস্থ করার চেষ্টা করছে হ্যাকাররা।
আরও পড়ুন: ফারুকীর সিনেমা দেখে যা বললেন পাকিস্তানের হাইকমিশনার শুক্রবার পর্দায় ফারুকীর ‘৮৪০’সহ তিন ছবি ‘পাবলিক চায় ডেমোক্রেসি, ওদের রুচি খারাপ’, ট্রেলারে ফারুকীর বার্তা
সদ্য মুক্তি পাওয়া ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ দেখার জন্য অনুরাগীদের আহ্বান করে ফারুকী বলেছেন, ‘যাদের “৪২০” ভালো লেগেছিল, তাদের প্রত্যেককে অনুরোধ, অনুগ্রহ করে যান, ৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড দেখুন। আপনারা ছবিটি দেখলেই সেটার প্রচার হবে, যেহেতু আমি ছবির প্রচারণা চালাতে পারছি না। আমাকে জনগণের জন্য কাজ করে যেতে দিন, যে কাজে আমি ২০০% প্রতিশ্রুতিবদ্ধ।’
‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ ছবিটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী। ছবিটি দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের ছয়টি শাখায়। এ ছাড়া ঢাকার ব্লক বাস্টার সিনেমাস ও শ্যামলী সিনেমা, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, বগুড়ার মম ইন এবং পাবনার রূপকথায় সিনেমাটি দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |