প্রচ্ছদ ধর্ম ও জীবন ফজরের দুই রাকাত সুন্নতের ব্যাপারে হাদিসে যা এসেছে

ফজরের দুই রাকাত সুন্নতের ব্যাপারে হাদিসে যা এসেছে

ধর্ম ও জীবন: সালাত বা নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দ্বিতীয়। এটি অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘যখন তোমরা সালাত (নামাজ) পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে, তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা, আয়াত: ১০৩)।

তবে সালাত পরিপূর্ণ হওয়ার জন্য নামাজের মধ্যে থাকা রোকনগুলো সঠিকভাবে আদায় করা জরুরি। উবাদাহ্ ইবনুস্ সামিত (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তা’য়ালা (বান্দার জন্য) ফরজ করেছেন। যে ব্যক্তি এ সালাতের জন্য ভালোভাবে অজু করবে, সঠিক সময়ে আদায় করবে এবং এর রুকু ও খুশুকে পরিপূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে, তিনি তাকে ক্ষমা করে দেবেন। আর যে তা না করবে, তার জন্য আল্লাহর ওয়াদা নেই। ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। (মেশকাত, হাদিস: ৫৭০) পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দিনের শুরুতে ফজরের ওয়াক্তে চার রাকাত নামাজ আদায় করতে হয়। এর মধ্যে দুই রাকাত ফরজ আর দুই রাকাত সুন্নত। এ ক্ষেত্রে ফজরের সুন্নত আদায়ের ব্যাপারে খোদ রাসুল (সা.) বেশ গুরুত্ব দিতেন।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের দু’রাকাত সুন্নত ব্যতীত অন্য কোনো নফল সালাতের প্রতি এত বেশি সর্বদা খেয়াল করতে দেখিনি। (সহিহ মুসলিম, হাদিস: ১৫৫৯) অপর হাদিসে এসেছে, হাফসা (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় হলে সংক্ষিপ্ত দু’রাকাত ছাড়া অন্য কোনো সালাত আদায় করতেন না। (সহিহ মুসলিম, হাদিস: ১৫৫১) যদি কেউ ফজরের সুন্নত না পায়, তার আগেই যদি ফরজের জামাত দাঁড়িয়ে যায় সে ক্ষেত্রেও পড়ে সুন্নত পড়ে নেয়া যায়। হাদিসে এমনটাই এসেছে। এমনকি সূর্যোদয়ের পরও ফজরের দুই রাকাত সুন্নত আদায় করা যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, কেউ যদি ফরজের পূর্বে ফজরের দু’রাকাত আদায় না করে থাকে, তবে সে যেন সূর্যোদয়ের পর তা আদায় করে। (তিরমিজী, হাদিস: ৪২৩)

সূত্র : Channel 24

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।