
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় ভারতের পশ্চিম উপকূলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। কারণ মৌসুমি বর্ষার পর প্রথম ঘূর্ণিঝড় ‘শক্তি’ আরব সাগরের বুকে দ্রুত শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে, যার কারণে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর মহারাষ্ট্রের একাধিক উপকূলীয় জেলায়, বিশেষ করে মুম্বাই, রায়গড় ও রত্নাগিরিতে, সাইক্লোন সতর্কতা জারি করেছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, ৩ থেকে ৭ অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্রের মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি ও সিন্ধুদুর্গে মাঝারি থেকে উচ্চমাত্রার সতর্কতা বলবৎ থাকবে। ৪২০ কিমি দূরে গুজরাটের দ্বারকার উপকূলের কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি এবং এটি ঘণ্টায় প্রায় ১৮ কিমি বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে ৬ অক্টোবর সকালে এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পর ধীরে ধীরে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আইএমডি।
৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত উত্তর মহারাষ্ট্র উপকূলে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে, দমকা হাওয়ায় ৬৫ কিমি পর্যন্ত বাতাস বইতে পারে। এই সময় সাগর থাকবে উত্তাল থেকে অত্যন্ত উত্তাল। ফলে ৮ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু উপকূলীয় অঞ্চল নয়, বরং মারাঠওয়াড়া, পূর্ব বিদর্ভ ও উত্তর কোকন অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকিও থেকে যাচ্ছে।
যদিও ঘূর্ণিঝড়টির কেন্দ্র গুজরাট উপকূল থেকে কিছুটা দূরে থাকবে, তথাপি দ্বারকা, জামনগর, পোরবন্দর, সুরাট, নাভসারি, ভালসাড, দমন ও দাদরা নগর হাভেলিতে ৮ অক্টোবর ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আইএমডি।
উত্তর ভারত মহাসাগর উপকূলবর্তী দেশগুলোর সম্মত নামকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ঘূর্ণিঝড় ‘শক্তি’র নামকরণ করেছে শ্রীলঙ্কা।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটগুলোকে সক্রিয় করেছে এবং উপকূলীয় জেলা প্রশাসনকে সর্তক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে। স্থানান্তরের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচারণা এবং প্রয়োজনীয় সব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
৬ অক্টোবরের পর ঝড়টি কিছুটা দুর্বল হলেও বাতাস ও বৃষ্টিপাতের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। উপদ্রুত অঞ্চলের নাগরিকদের প্রতি সরকারি নির্দেশনা মেনে চলা ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।









































