প্রচ্ছদ অর্থ ও বাণিজ্য প্রথম চার মাসে সর্বাধিক রেমিট্যান্স এলো যে বিভাগে

প্রথম চার মাসে সর্বাধিক রেমিট্যান্স এলো যে বিভাগে

জাতীয়: চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে এসেছে ৮৯৩ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাস অর্থাৎ জুলাই-অক্টোবরে ঢাকাতে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ৪৩১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ২৪৯ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন চট্টগ্রাম বিভাগের প্রবাসীরা।

এছাড়া, সিলেট বিভাগে ৮২ কোটি ৮৮ লাখ ডলার, খুলনা বিভাগে ৪০ কোটি ৯৬ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৩২ কোটি ৭ লাখ ডলার, বরিশাল বিভাগে ২৪ কোটি ৩১ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ১৮ কোটি ২০ লাখ ডলার ও রংপুর বিভাগে ১৪ কোটি ৫৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

গত অক্টোবরে দেশে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ৬১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৪ কোটি ১৮ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর গত সেপ্টেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

সূত্র : সময় নিউজ

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।