সারাদেশ: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ সংষর্ঘের সূত্রপাত ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার মৌলভী পুকুর এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা দেয় বিএনপি নেতা-কর্মীরা।
এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এতে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির গণমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশের সদস্যরা।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |